eaibanglai
Homeএই বাংলায়বৃহৎ আকারের মস্তিষ্কের টিউমার অস্ত্রোপচার, নজির সরকারি মেডিক্যাল কলেজের

বৃহৎ আকারের মস্তিষ্কের টিউমার অস্ত্রোপচার, নজির সরকারি মেডিক্যাল কলেজের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- অসাধ্য সাধন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের। বৃহৎ আকারের মস্তিষ্কের টিউমার অপারেশন করে নজির গড়ল জেলার এই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

জানা গেছে ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার চিরুডির বাসিন্দা আল্পনা মাহাতো গত চার বছর ধরে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। ধীরে ধীরে বেড়ে ওঠা মস্তিষ্কের টিউমার তাঁর শরীরের ভারসাম্যহীনতা থেকে শুরু করে নানা রকম সমস্যার সৃষ্টি করছিল। এমনকি জল বা অন্য কোন পানীয় পান করতে পারছিলেন না তিনি। ঝাড়খন্ডের জামশেদপুরে চিকিৎসকের দ্বারস্থ হলেও,সেখানে ধরা পড়েনি রোগ। শেষে আল্পনা দেবী পরিজনদের পরামর্শে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বারস্থ হন। সেখানে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে বিশালাকার টিউমার রয়েছে বলে জানা যায়। যা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপুর্ণ হাওয়ায় তড়িঘড়ি একটি টিম তৈরি করে অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসকরা।

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জেন ডাঃ চিরন্তন ব্যানার্জীর নেতৃত্বে একটি টিম ১৭ নভেম্বর প্রায় পাঁচ ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ব্রেন থেকে টিউমার বের করে। সার্জন চিরন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, “রোগীর সেরিব্রামে বড় আকারের টিউমারের অস্ত্রোপচার অত্যন্ত জটিল ছিল। এই ধরনের অপারেশন বাঁকুড়া কেন, অনেক বড় হাসপাতালেও খুব কম হয়ে থাকে। “

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অন্যান্য সরকারি হাসপাতালের মতো অত্যাধুনিক পরিকাঠামো না থাকলেও, চিকিৎসকদের দল কার্যত অসাধ্য সাধন করেছেন এই অস্ত্রোপচারের মাধ্যমে। জটিল এই অস্ত্রোপচারের পরে মরণাপন্ন আল্পনা এখন সম্পূর্ণ ভাবে সুস্থ। কিছুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments