eaibanglai
Homeএই বাংলায়মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মৃত ২

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মৃত ২

সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার জেরে প্রাণ গেল দুই শ্রমিকের। মৃত দুই শ্রমিকের নাম প্রেম শংকর (৩১) ও কুমার পাল (৩১)। তাঁরা উভয়েই উত্তরপ্রদেশের বরেলীর বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত চলাকালীন এফডিজি-র কাছে একটি সেডের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনজন ঠিকা শ্রমিক। আচমকা সেই সেড ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তৃতীয় শ্রমিক।

ঘটনার প্রতিবাদে কাজে যোগ না দিয়ে মঙ্গলবার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ঠিকা শ্রমিকেরা। মৃত ও আহত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। পাশাপাশি শ্রমিক নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপেরও দাবি জানান বিক্ষোভরত শ্রমিকরা।

যদিও এই পুরো বিষয়টি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষেরপ পক্ষে কোনো মন্তব্য করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments