eaibanglai
Homeএই বাংলায়মন্ত্রীর স্বামী উপর হামলার অভিযোগ,৬ বিজেপি কর্মী গ্রেফতার

মন্ত্রীর স্বামী উপর হামলার অভিযোগ,৬ বিজেপি কর্মী গ্রেফতার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– শুক্রবার রাতে বাঁকুড়ার খাতড়া বাজারে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

জ্যোৎস্না মান্ডি জানান, শুক্রবার সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতড়া বাজারে মুদিখানার সামগ্রী কিনতে গিয়েছিলেন তাঁর স্বামী তুহীন মান্ডি। বাজারে আগে থেকেই লাঠি সোঁটা নিয়ে জমায়েত করেছিল বিজেপির বেশ কিছু লোকজন। অভিযোগ বাজার করার সময় আচমকাই বিজেপির ১৫ -১৬জন কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁর স্বামীর উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান তুহীন মান্ডি।

ঘটনার পরেই স্থানীয় তৃণমূল কর্মী ও পুলিশ গিয়ে তুহিন মান্ডিকে উদ্ধার করেন। পরে খাতড়া মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। রাতেই তুহিন মান্ডি পুলিশের কাছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহ-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শনিবার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।

মন্ত্রীর অভিযোগ রাজনৈতিক উদ্যেশ্যেই তাঁর স্বামীর উপর হামলা চালিয়েছে বিজেপি। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ নেমে লাঠিচার্জ করে। সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments