eaibanglai
Homeএই বাংলায়স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়া বা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার তারই প্রতিবাদে সরব হলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বৃহস্পতিবার তিনি স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদে দলীয় সমর্থকদের নিয়ে ওন্দা থানায় বিক্ষোভ দেখান।

এদিন বিধায়ক দাবি করেন স্কুলে স্কুলে বাণী বন্দনা বন্ধ হওয়ার জন্য প্রশাসনের প্রচ্ছন্ন মদত রয়েছে। অবিলম্বে পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নইলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে। এদিন থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর বিধায়ক সহ বিজেপির একটি প্রতিনিধি দল ওন্দা থানার ভেতরে প্রবেশ করে তাদের অভিযোগ জানায়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, “স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ হওয়ার জন্য শাসকদল ঘেষা শিক্ষকের একাংশ দায়ী। তাদেরকে চিহ্নিতকরণ করে ব্যবস্থা নিতে হবে। তবে যে সমস্ত স্কুলে সরস্বতী পুজো হয়নি সেখানে বিজেপি পুজোর ব্যাবস্থা করবে। “

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments