eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় এমপি কাপ উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি

বাঁকুড়ায় এমপি কাপ উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি

সংবাদদাতা,বাঁকুড়াঃ– রবিবার বাঁকুড়ার এমপি কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বাঁকুড়ার তামলীবাঁধ ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে দাদাকে দেখতে এদিন দর্শকের ঢল নেমেছিল। সৌরভ গাঙ্গুলির হাতে ‘এমপি কাপ বাঁকুড়া’র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

এদিন মাঠে নেমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি দলের প্রতিযোগিদের সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দনও জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “খেলা মানুষকে এক করে। যুব সমাজের উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁকুড়ার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যেতে আমি সবসময় পাশে আছি।”

এদিন দাদার উপস্থিতিতে গোটা ময়দান যেন উৎসবে মেতে ওঠে। তাঁকে এক নজর দেখতে ভিড় জমান জেলার নানা প্রান্ত থেকে আসা দাদার অসংখ্য ভক্তরা। স্থানীয় মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং স্কুল-কলেজের পড়ুয়ারাও।

এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সাংসদ অরূপ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব। আয়োজক সাংসদ অরূপ চক্রবর্তী জানান, “খেলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখাই আমাদের মূল লক্ষ্য। সৌরভ গাঙ্গুলির উপস্থিতি আমাদের সম্মানিত করেছে।”

আগামী দিনে মহিলাদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করার প্রতিশ্রুতিও দিয়েছেন বাঁকুড়ার সাংসদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments