সংবাদদাতা,বাঁকুড়াঃ- দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে ২৮ ফুট উচ্চতার এক বিশাল নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এঁকে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাঁকুড়ার খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের ছাত্র সুজয় মুদি। নিজের এক প্রকক প্রচেষ্টায় ছবিটি আঁকেন খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এই ছাত্র।
স্বাধীনতা দিবসের দিন বিশাল শিল্পকর্মটি প্রদর্শিত হয় খাতড়া কলেজ প্রাঙ্গণে। দর্শনার্থী, শিক্ষার্থী ও শিক্ষকরা এই অসাধারণ শিল্প প্রতিভা দেখে মুগ্ধ হন।
সুজয় জানায় নেতাজি সুভাষ চন্দ্র বোস বরাবর তাঁর প্রেরণা। দেশের জন্য এই মহান মনীষীর আত্মত্যাগ তাকে এই শিল্পকর্ম করতে অনুপ্রেরণা দিয়েছে। অন্য়দিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, সুজয়ের এই উদ্যোগ শুধু নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার এক অনন্য বার্তা।





