eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়া থেকে রাজস্থান,১৫০০ কিলোমিটারের 'নিশান যাত্রা'

বাঁকুড়া থেকে রাজস্থান,১৫০০ কিলোমিটারের ‘নিশান যাত্রা’

সংবাদদাতা,বাঁকুড়াঃ- দেশ ও দশবাসীর মঙ্গল কামনায় প্রায় ১৫০০ কিলোমিটারের ‘নিশান যাত্রা’য় অংশ নিলেন বাঁকুড়ার মাড়ওয়াড়ি সম্প্রদায়ের মানুষ। এই যাত্রার মূল বৈশিষ্ট্য় হল গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অবিরত ২৪ ঘন্টা চলবে এই যাত্রা। পথে থাবে না কোনো বিশ্রামের অবকাশ।

বুধবার বাঁকুড়া শহরের কুচকুচিয়া শ্যাম মন্দির থেকে সুদৃশ্য ট্যাবলো ও বাদ্যযন্ত্র সহযোগে এই যাত্রা শুরু হয়। ক্রমে তা শহরের ব্যাপারিহাট শ্যাম মন্দির, স্টেশান মোড় ও সতীঘাট গো শালা হয়ে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। এই অভিনব ও সুদৃশ্য যাত্রায় অংশ নিয়েছেন মাড়ওয়াড়ি সম্প্রদায়ের ২৫ জনের একটি দল। বাঁকুড়ার কুচকুচিয়া শ্যাম মন্দির থেকে নিশান নিয়ে আগামী ১১ ডিসেম্বর রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের পৌঁছবে দলটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments