সংবাদদাতা,বাঁকুড়াঃ- ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে গ্রেফতার যুবক। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া এলাকার। ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।
জানা গেছে ওই যুবক পেশায় হকার, বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চাঁদপুরে। তবে গত তিন বছর ধরে সে বড়জোড়ার কলেজ মোড় সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। স্থানীয়দের অভিযোগ ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান সহ নানা দেশ বিরোধী মন্তব্য ছড়িয়ে দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছিল ওই যুবক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা খোঁজ খবর নিতে শুরু করেন এবং ওই যুবকের সঙ্গে প্রোফাইলের ছবি মিলিয়ে দেখা যায় ওই যুবকই এই দুষ্কর্ম করছে। এরপরই স্থানীয়রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করে। সোমবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ওই যুবককে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত দিন কয়েক আগে ভারত-পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যেই বীরভূম থেকে দুই জঙ্গি ধরা পড়ে। সেই সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বাঁকুড়ার ধৃত যুবকের সঙ্গে নিষিদ্ধ কোনো জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।





