সংবাদদাতা,বাঁকুড়াঃ– দানার জেরে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষ, মাথায় হাত ধান চাষীদের। জমিতে এখন আমন ধান। সবে মাত্র ফলেছে ধান, কোথাও ফলে গেছে আবার কোথাও সামান্য পাক ধরেছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুরু হয় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। অতিবৃষ্টির জেরে জমিতে যেমন জল জমে গেছে অন্যদিকে তেমনি ঝোড়ো হাওয়ায় ধান গাছ সব মাটিতে শুয়ে গেছে।
পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে এই একই চিত্র তবু বিশেষ করে কিছু কিছু এলাকা একেবারেই জলের তলায়। তারমধ্যে অন্যতম বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা এলাকা। করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুররানী পুষ্করীনী, পাহাড়পুর সহ এলাকার কৃষি জমিতে থাকা ধান গাছ একেবারে নুইয়ে পড়েছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে। এলাকার বিভিন্ন জায়গায় ধান জমিতে এক হাঁটু জল। দুই দিন ধরে অনবরত বৃষ্টির ফলে হাজার হাজার চাষের জমি জলের তলায় চলে গেছে। ফলে কপালে হাত স্থানীয় কৃষকদের।
এই অবস্থায় রাজ্য সরকারের তরফে সাহায্য সহযোগিতা ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন এলাকার কৃষকরা। কৃষকদের দাবি এই পরিস্থিতিতে সরকার পাশে না দাঁড়িলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।