eaibanglai
Homeএই বাংলায়রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত অন্তত ২০ বিঘা জমির ধান

রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত অন্তত ২০ বিঘা জমির ধান

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে রহস্যজনকভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেল অন্তত ২০ বিঘা জমির ধান। বাঁকুড়ার তালডাংরার বিবড়দা গ্রাম পঞ্চায়েতের ইন্দকাটা গ্রামের এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে ইন্দকাটা গ্রামের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একের পর এক ধানের পালুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা নিজেরা উদ্যোগী হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। তালডাংরা থেকে দমকলের একটি ইঞ্জিন গ্রামে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিঘার পর বিঘা জমির ধান।

ঘটনায় বড়দিনের সকালে শোক আর হতাশার আবহ গ্রামজুড়ে। গ্রামবাসীদের দাবি, গত বছর ধরে ধারাবাহিকভাবে এভাবেই গ্রামে ধান ঝাড়ার মরশুমে ধানের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটছে। কিন্তু কে বা কারা এই ঘটনায় যুক্ত বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। এমনকি রহস্য উদঘাটনে উদ্যোগী নয় পুলিশ প্রশাসনও। যদিও এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তালডাংরা থানার পুলিশ।

বিষয়টি নাশকতা নাকি নিছকই দূর্ঘটনা, তা নিয়ে ধন্দে গ্রামের মানুষ। অন্যদিকে পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments