সংবাদদাতা, বাঁকুড়া:– পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে ২০২০ সালে ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই যাতে পুলিশকে সম্মান দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে প্রতিবছরই রাজ্য সরকারের উদ্যোগে পুলিশ দিবস পালন হয়ে আসছে।
রাজ্যের অন্যান্য জেরা পাশাপাশি বাঁকুড়াতেও আজ পালিত হল পুলিশ দিবস। এদিন বাঁকুড়া পুলিশ লাইনে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে একটি মহড়ার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আইজি সিস রাম ঝাঝারিয়া,বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি,অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান সহ একাধিক পুলিশ কর্তা।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে জেলা পুলিশের তরফে প্যারেডর পাশাপাশি পুলিশের বাইক বাহিনী,ভ্রাম্যমান বায়ো টয়লেট সহ একাধিক জিনিসের উদ্বোধন করা হয়।





