eaibanglai
Homeএই বাংলায়খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক পোস্টার

খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক পোস্টার

সংবাদদাতা,বাঁকুড়াঃ– সামনেই তালডাংরা বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে শাসক বিরোধী সব পক্ষই প্রচার শুরু করেছে। এরইমধ্যে তালডাংরা বিধানসভা এলাকার শিবডাঙ্গা-গোবিন্দপুর ভায়া বিবড়দা রাজ্য সড়কের উপর ইন্দপুরের কুরুস্থলিয়া, কচুইপাল ও যুগীবাইদ মোড়ের বাস যাত্রী প্রতিক্ষালয় সহ বিভিন্ন দোকানের দেওয়ালে একাধিক পোষ্টার পড়লো রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির বিরুদ্ধে। পোস্টার তাঁর বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

পোস্টারগুলিতে লেখা ‘খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির এত জমি জায়গা হল কীভাবে?’, ‘দুর্নীতিগ্রস্ত খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির তালবেড়িয়ে কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে?’ এই সমস্ত প্রশ্নে উত্তর চেয়ে সাধারণ জনগণের নামে পোস্টারগুলি সাঁটানো হয়েছে। যা ঘিরে এলাকায় শোরগোল পড়েছে।

যদিও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনকার মতো এদিন সকালেই এই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণে যাওয়ার পথে পোষ্টার গুলি তাঁদের চোখে পড়ে। তবে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে সে বিষয়ে বিন্দুমাত্রও জানেননা তাঁরা। অন্যদিকে এবিষয়ে জানতে একাধিকবার মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার প্রতিক্রিয়া মেলেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments