সংবাদদাতা,বাঁকুড়াঃ- গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে। রাইপুরের আমলাপাল গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভৈরববাঁকি নদীর ধারের নির্জন জঙ্গল এলাকায় একটি গাছ থেকে দুজনের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাইপুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম সত্য মাঝি, বয়স ২৬ পেশায় দিনমজুর ও অবিবাহিত এবং রেবতী মাঝি বয়স ৩৫ । দু’জনের বাড়িই রাইপুরের পেঁছালা গ্রামে। গ্রামের আত্মীয়তার হিসাবে তারা দেওর ও বৌদি হলেও, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বলে স্থানীয়দের একাংশের দাবি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুজনে সামাজিক চাপ ও মানসিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্য়ুর আসল করাণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রাইপুর থানার পুলিশ।





