eaibanglai
Homeএই বাংলায়কারখানার বর্জ্য ছাই, পুকুরের পাঁক দিয়ে রাস্তা তৈরি, কাটমানির অভিযোগ

কারখানার বর্জ্য ছাই, পুকুরের পাঁক দিয়ে রাস্তা তৈরি, কাটমানির অভিযোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- পাথরের বদলে কারখানার বর্জ্য ছাই দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। জেলাপরিষদকে ব্যাপক অঙ্কের কাটমানি দেওয়ার অভিযোগ। কাটমানির অভিযোগ উড়িয়ে দিলেও রাস্তা নির্মাণের ছাই ব্যবহারের বিষয়টি মেনে নিয়েছে ঠিকাদার সংস্থা। সব মিলিয়ে নতুন রাস্তা তৈরি নিয়ে নিম্ন মানের সামগ্রী, বেনিয়ম, দুর্নীতি সহ একাধিক অভিযোগ, বিক্ষোভ প্রদিবাদে সরগরম বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি এলাকা।

প্রসঙ্গত বাঁকুড়া ২ নম্বর ব্লকের সোনাদহ থেকে অমরকানন এই ২২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। লাগাতার স্থানীয়দের দাবী মেনে অবশেষে সেই রাস্তা সম্প্রসারণ ও নতুন করে নির্মানের জন্য প্রায় ২২ কোটি টাকা অর্থ বরাদ্দ করে এসআরডিএ। কাজও শুরু হয়। কিন্তু রাস্তা তৈরির কাজ শুরুর পর স্থানীয়রা লক্ষ্য করেন পাথরের বদলে রাস্তা তৈরিতে ব্যবহার হচ্ছে কারখানার বর্জ্য ছাই থেকে পুকুরের পাঁক সহ নিম্ন মানের সামগ্রী । প্রতিবাদে সরব হন স্থানীয়রা। ওঠে কাটমানির অভিযোগ।

গ্রামবাসীদের অভিযোগ বারেবারে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অনেকে আবার দাবি করছেন ঠিকাদার ব্যপক অঙ্কের কাটমানি দেওয়াতেই সব জেনেশুনেও নির্বিকার কর্তৃপক্ষ। স্থানীয় শাসক থেকে বিরোধী দলের নেতৃত্ব সকলেই চাইছেন রাস্তা নির্মাণে সঠিক মানের সামগ্রী ব্যবহার নিশ্চিত করা হোক। ঠিকাদার সংস্থার আধিকারিকরা কাটমানির অভিযোগ উড়িয়ে দিলেও প্রাথমিকভাবে রাস্তা নির্মাণের সামগ্রী হিসাবে কারখানার ছাই ব্যবহারের অভিযোগ মেনে নিয়েছে। সংস্থার দাবী এসআরডিএ-র তরফে নিষেধ করায় ওই ছাই এখন আর ব্যবহার করা হচ্ছে না।

যদিও উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার দাবিতে বর্তমানে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি জেলাপরিষদ ও ঠিকা সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার পরই রাস্তা কাজ করতে দেওয়া হবে। না হলে প্রশাসনিক উচ্চ স্তরে গিয়ে অভিযোগ জানানো ও আন্দোলন করার হঁশিয়ারিও দিয়েছেন এলাকার বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments