সংবাদদাতা,বাঁকুড়াঃ- শীতের আমেজ গায়ে মেখে বাঁকুড়ার রানী শুশুনিয়া পাহাড়ে শুরু হয়ে গেল রক ক্লাইম্বিং কোর্স। পাহাড়ের পাথুরে গা অ্যাডভেঞ্চারপ্রেমীদের পদচারণায় হয়ে উঠেছে মুখর।
বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার আ্যকাডেমি প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে এই শৈলারোহন প্রশিক্ষণ কোর্স, যা শুরু হয়েছে সোমবার থেকে। যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা শিখছেন দড়ি-নট বাঁধা, র্যাপেলিং, বেলেয়িং, ব্যালান্স কৌশলসহ পাহাড় আরোহনের মৌলিক থেকে উন্নত দক্ষতা। নিরাপত্তা বজায় রাখতে বিশেষ জোর দেওয়া হয়েছে আধুনিক ক্লাইম্বিং সরঞ্জামে।
প্রশিক্ষকদের মতে, শুশুনিয়ার প্রাকৃতিক পাথুরে দেওয়াল ও বৈচিত্র্যময় রুট রক ক্লাইম্বিংয় শেখার জন্য অত্যন্ত উপযোগী। উদ্যোক্তাদের মতে তাই প্রতিবছরই বাড়ছে অংশগ্রহণকারীদের আগ্রহ ও সংখ্যা।
আয়োজকদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে তৈরি হবে দক্ষ ক্লাইম্বারদের নতুন প্রজন্ম। পাশাপাশি এই ধরণের উদ্যোগ যুবসমাজের মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াবে।


















