eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরের জঙ্গলে জন্ম হল সারদার

বিষ্ণুপুরের জঙ্গলে জন্ম হল সারদার

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া:– বেশ কয়েকদিন ধরেই মেদিনীপুরের জঙ্গল থেকে আসা ৩০ থেকে ৩২ টি হাতির একটি দল দাপাদাপি করছিল বিষ্ণুপুর ও জয়পুরের জঙ্গলে। এবার যখন হাতিগুলির পুনরায় মেদিনীপুরের জঙ্গলে ফিরে যাওয়ার সময় হয়েছে ঠিক তখনই বাঁকাদহ রেঞ্জের চিলিং বাঁধের কাছে একটি হাতি তার শাবকের জন্ম দেয়। রাতভর অন্যান্য হাতিগুলি মা ও বাচ্চাকে আগলে রেখে পাহারা দেয়। পাহারা দেয় বন কর্মীরাও। তারপর ধীরে ধীরে হাতির দলটি মা ও সদ্যজাত বাচ্চাকে নিয়ে মেদিনীপুরের জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে ঠেলে ঠেলে মা হাতি প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে। যেহেতু বিষ্ণুপুর সারদা মায়ের এলাকা তাই গ্রামবাসী এবং বন কর্মীরা শখ করে হস্তি শাবকের নাম রেখেছে “সারদা”। বিষ্ণুপুর বাঁকাদহ রেঞ্জ অফিসার তপব্রত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘এলাকাবাসী ও বনকর্মীরা প্রচন্ড খুশি , ছোট্ট হাতিটির নাম রাখা হয়েছে সারদা।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments