সংবাদদাতা,বাঁকুড়াঃ- স্কুলে বাজ পড়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রী। ঘটনা বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বনআশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুস্থলিয়া উচ্চ বিদ্যালয়ের।
জানা গেছে এদিন টিফিনের সময় প্রবল বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়। সেই সময় স্কুলের দেওয়াল ঘেষে বাজ পড়ে। এরপরই স্কুলের কয়েকজন ছাত্রী অসুস্থ হয় পড়ে। শিক্ষক-শিক্ষিকারা তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডেকে অসুস্থ ছাত্রীদের অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। পাশাপাশি খবর দেওয়া হয় থানায় ও অভিভাবকদের। পরে গঙ্গাজলঘাটি ব্লকের জয়েন্ট বিডিও,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিমাই মাজী, পূর্ত কর্মাধ্যক্ষ রাজদীপ সিংহ, খাদ্য কর্মাধ্যক্ষ পল্লব পাণ্ডে সহ অন্যান্য প্রশাসনিক ও পঞ্চায়েত প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে অসুস্থ ছাত্রীরা বর্তমানে স্থিতিশীল। তারা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষকরা।





