শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া :- বাবার মৃত্যুবার্ষিকীতে ছাতনার এনারি কুশবনা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দুপুরের খাওয়া-দাওয়ার আয়োজন করল ছেলে। বাবার মৃত্যুবার্ষিকী একটু অন্যরকম ভাবেই পালন করতে চেয়েছিলেন ঝাঁটিপাহাড়ি এলাকার বাসিন্দা শুভজিৎ কুন্ডু। তাই এ বিষয়ে কথাবার্তা বলেন ওই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন ঘোষ এর সঙ্গে। এর পরেই আয়োজন হয় এই তিথি ভোজনের। গত বছর ১০ ই জানুয়ারি আজকের দিনে শুভজিৎ এর বাবা মুক্তারাম কুন্ডু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের খাওয়া যাওয়ার আয়োজন করা হয়। আজকের এই তিথি ভোজনের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনী, সবজি, মাংস, চাটনি,পাঁপড়, মিস্টি। বিদ্যালয়ের মিড ডে মিলে এই ধরনের আয়োজন পেয়ে খুশি পড়ুয়ারা।