সংবাদদাতা,বাঁকুড়াঃ- অজানা জন্তুর আতঙ্ক বাঁকুড়ার সিমলাপালের দুবরাজপুর সংলগ্ন রায়বাঁধ এলাকায়। এলাকার ঘাঘরি বাঁধ সংলগ্ন চাষের জমিতে ওই অজানা জন্তুটির দেখা মিলেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। চাষের জমিতে মিলেছে ওই অজানা প্রাণীর একাধিক পায়ের ছাপ। এমনকি ওই অজানা প্রাণীটি একটি ছাগলও খেয়ে ফেলেছে বলে দাবি। ঘাঘরি বাঁধ এলাকায় একটি ছাগলের দেহাবশষের সন্ধান মিলেছে।
দুবরাজপুর গ্রামের বাসিন্দাদের অনেকেই দাবি করছেন ওই অজানা প্রাণীটি আসলে চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে স্থানীয় অলুক্ষেতে কাজ করতে গিয়ে অনেকে বাঘটিকে দেখতে পান। তবে কুয়াশা থাকায় পরিস্কারভাবে দেখা যায়নি। দূর থেকে দেখে অজ্ঞাত প্রাণীটিকে বাঘ বলেই মনে হয়েছে তাঁদের।
এলাকার বাসিন্দা লক্ষীকান্ত পাল অবশ্য জানান, তিনি জমিতে চাষের কাজ করার সময় চিতাবাঘটিকে নিজের চোখে দেখেছেন। এমনকি চিতাবাঘটি তাঁকে আক্রমণ করার চেষ্টা করেছিল বলেও দাবি করেছেন তিনি।
ঘটনার খবর পেয়ে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বাঘের নমুনা সংগ্রহ করেন। তবে সেই নমুনা পরীক্ষা করে ওই পায়ের ছাপ বাঘের নয় বলেই দাবি করেছেন বনআধিকারিক। বন আধিকারিক প্রদীপ বাউড়ি জানান, পায়ের ছাপগুলি বাঘরোলের বলে অনুমান করা হচ্ছে। তবে বনদপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত গত বছরই বাঁকুড়ার জঙ্গল মহল থেকে বাঘ ধরা পড়েছিল। এছাড়াও সম্প্রতি বিষ্ণুপুরের বাকদাহ-জয়রামবাটি রাস্তায় একটি চিতাবাঘের দেহও উদ্ধার হয়েছিল।

















