সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী বিধানসভা নির্বাচনের লড়াইকে সামনে রেখে সম্প্রতি ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গত দেড় দশকের তৃণমূল জমানায় রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, তারই খতিয়ান তুলে ধরা হয়েছে পাঁচালি সুরে গানের মাধ্যমে। এবার শাসক দলের উন্নয়নের পাঁচালিকে টেক্কা দিতে আসরে বিজেপি। তাঁদের নতুন কর্মসূচি দুর্নীতির পাঁচালি।
প্রসঙ্গত দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে তালডাংরা বিধানসভার সিমলাপালেও ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচী শুরু করেছে শাসক তৃণমূল। ওই কর্মসূচীতে দলের বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকছেন। ঠিক তখনই উন্নয়নের পাঁচালির পাল্টা ‘দুর্নীতির পাঁচালি’ নিয়ে আসরে হাজির হয়েছে গেরুয়া শিবির। গত কয়েক দিন ধরে দিনভর টোটোতে মাইক বেঁধে পাঁচালির সূরে শাসকের দুর্নীতির খতিয়ান তুলে ধরা হচ্ছে সিমলাপাল গ্রামপঞ্চায়েতে বিভন্ন গ্রামে গ্রামে।
এবিষয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শৌভিক পাত্রের বলেন,”তৃণমূলের ভণ্ড পাঁচালি কেউ শুনছেনা। এটাই আমাদের কাছে শেষ সুযোগ তৃণমূলের দুর্নীতি মানুষের কাছে তুলে ধরা। আর পাঁচালির মাধ্যমে সেটাই করা হচ্ছে। “
যদিও এবিষয়ে বিজেপিকে একেবারেই পাত্তা দিতে রাজী নয় তৃণমূল। সদ্য দায়িত্বপ্রাপ্ত দলের সিমলাপাল ব্লক সভাপতি সৌমেন পাত্র এবিষয়ে বলেন, “বিজেপি কি প্রচার করল তাতে কিছু যায় আসে না। তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত ১৫ বছর ধরে করা রাজ্য সরকারের উন্নয়নের কথা মানুষকে জানাচ্ছেন। মানুষ নিজেও সে উন্নয়নের ফল দেখছে। কে উন্নয়ন করেছে সেটা মানুষ ভালোভাবে জানে।”
আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা হয়নি এখনো। যদিও নতুন বছরের শুরুতেই ভোটের লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুই পক্ষই। আর দুই পক্ষের পাঁচালি ঘিরে গত কয়েক দিন ধরে সরগরম বাঁকুড়ার সিমলাপাল।


















