eaibanglai
Homeএই বাংলায়ভোটার লিস্টে নাম থাকলেও মেলেনি এনুমারেশন ফর্ম, উদ্বেগ ও দুশ্চিন্তা

ভোটার লিস্টে নাম থাকলেও মেলেনি এনুমারেশন ফর্ম, উদ্বেগ ও দুশ্চিন্তা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ২০২৫ সালের ভোটার লিষ্টে নাম থাকলেও কোনও অজ্ঞাত কারণে এনুমারেশন ফর্ম মেলেনি। বিড়ম্বনায় ছাতনার ১৮৩ নম্বর বাগজুড়ি বুথের পল্লবী মণ্ডল, চম্পা মণ্ডল, প্রিয়া মণ্ডল ও শিল্পা মণ্ডলরা। এমনকি এই চার জনের পরিবারের অন্যান্য় সদস্যরাও এনুমারেশন ফর্ম পেয়েছেন।

চম্পা মণ্ডলের বাবা মধুসূদন মণ্ডল বলেন, তাঁদের পরিবারের সকলের এমনকি ছোটো মেয়ের এনুমারেশন ফর্ম এসেছে। অথচ বড় মেয়ের আসেনি। ফলে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও ধ্রুবপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৩ তারিখ তাদের অফিসে দেখা করতে বলা হয়েছে।

এদিকে এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ি করছে শাসক তৃণমূল। দলের স্থানীয় নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমল খাঁ-র দাবি, বিগত চারটি নির্বাচনে এরা ভোট দিয়েছেন। এখন ভোটার সংখ্যা কমিয়ে আনতেই বেছে বেছে চার জনকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীল রুদ্র মণ্ডল বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট বিএলও ও বিডিও-র দেখার কথা,সমস্যার সমাধানে তাঁদের তৎপর হতে হবে।” তবে তৃণমূল সব জায়গাতে বিজেপির ভূত দেখছে বলে কটাক্ষ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments