সংবাদদাতা,বাঁকুড়াঃ- মোবাইল হাতে গ্রামবাসীদের ছবি তুলছেন বিডিও। স্বতঃস্ফূর্তভাবে পোজ দিচ্ছেন গ্রামবাসীরা। এমনই ছবি উঠে এসেছে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম বাগডিয়ায়। আসলে ওই এলাকায় চলছে এসআইআর-এর কাজ। আদিবাসী অধ্যুষিত গ্রামে অনেকে বোঝেনই না যে এসআইআর কী? এনুমারেশন ফর্ম ফিলাপ তো দূরের কথা। তাই ব্লক প্রশাসনের তরফে এলাকার মানুষদের সাহায্য করা হচ্ছে। সেখানেই হাজির হয়েছেন ছাতনার বিডিও সৌরভ ধল্ল। এসআইআর এর জন্য ছবি তোলার পাশাপাশি গ্রামবাসীদের পাশে বসিয়ে ফর্ম ফিলাপও করান তিনি।
জানা গেছে আদিবাসী অধ্যুষিত বাগডিয়ার গ্রামের অধিকাংশ মানুষ দিন আনা দিন খাওয়া। শিক্ষার হারও খুবই কম। তাই গ্রামবাসীদের অধিকাংশই বুঝতে পারছেনা আসআইআর কি, কেন, ফর্ম ফিলাম না করলে কি হবে ইত্যাদি। সেই কারণে এলাকার বিএলওকে কাজ করতে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে বিডিও থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা নিজেরাই ওই গ্রামে পৌঁছে যান গ্রামবাসীদের সাহায্য়ের জন্য।



















