eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় এসআইআর নিয়ে বিএলও'দের হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিতর্ক

বাঁকুড়ায় এসআইআর নিয়ে বিএলও’দের হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিতর্ক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। প্রত্যাশিত ভাবেই, তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে এসআইআর নিয়ে বিএলও’দের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এক “ভাষা প্রতিবাদ আন্দোলনের” মঞ্চ থেকে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কুমার বাগ প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এসআইআর -এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিএলও সাহেবরা সতর্ক থাকবেন, আপনারা এলাকারই শিক্ষক,মাস্টারমশাই বা সরকারি চাকুরে। লাউগ্রাম অঞ্চল থেকে একটা নামও যেন বাদ না পড়ে, তাহলে আমরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তার মোকাবিলা করব। দেখব আপনারা কতদিন থাকতে পারেন!”

এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। কোতুলপুরের বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিএলও-দের হুঁশিয়ারি দেওয়া মানেই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেওয়া। এটা সরাসরি গণতন্ত্রের উপর আঘাত। দেশদ্রোহিতার অভিযোগে ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।”

ভুতুড়ে ভোটার বিতর্কের মাঝেই তৃণমূল ব্লক সভাপতির বি এল ও দের উদ্দেশ্য এই হুঁশিয়ারি, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments