সংবাদদাতা,বাঁকুড়াঃ– শুশুনিয়া পাহাড় সংলগ্ন শুশুনিয়া গ্রামে বিশাল অজগরের দেখা মিলল। গতকাল রাত্রে শুশুনিয়া মণ্ডল পাড়ার কাছে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগরকে রাস্তা পার হতে দেখেন স্থানীয় কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পেরিয়ে একটি মাটির দেওয়ালে নিচে আশ্রয় নেয় সাপটি। এদিকে বিষয়টি জানাজানি হতেই বিশালাকার অজগর দেখতে রাতেই ভীড় জমায় স্থানীয় গ্রামবাসী। পাশাপাশি খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে শুশুনিয়া বিট অফিস থেকে রাতেই কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে পৌঁছন এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে সাপটিকে গভীর কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
অন্যদিকে স্থানীয়রা জানান শুশুনিয়া পাহাড়ে এ ধরনের বিশালাকার সাপ থাকলেও সাধারণত গ্রামে এদের দেখা মেলে না। প্রসঙ্গত বেশকিছুদিন ধরেই ছাতনার বিভিন্ন এলাকায় দেখা মিলছে বিশালাকার অজগরদের। কীভাবে এই বিশালাকার সাপগুলি লোকালয়ে পৌঁছে যাচ্ছে তা নিয়ে ধন্দে এলাকাবাসী।