eaibanglai
Homeএই বাংলায়সন্তানের চিকিৎসার জন্য সংগৃহীত অর্থ অন্য শিশুর চিকিৎসার জন্য দান সন্তানহারা বাবার

সন্তানের চিকিৎসার জন্য সংগৃহীত অর্থ অন্য শিশুর চিকিৎসার জন্য দান সন্তানহারা বাবার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- নিজের শিশু সন্তানকে হারিয়ে তার চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ আরেক শিশুর চিকিৎসার জন্য দান করে নজির গড়লেন বাঁকুড়ার রাজেশ মোল্লা।

প্রসঙ্গত, সিমলাপালের বাসিন্দা রাজেশে মোল্লার সাত বছরের শিশু সন্তান মহিম মোল্লা জটিল ও দুরারোগ্য লিভারের অসুখে ভুগছিল। তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল ১৮ লক্ষ টাকা। কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে ওই টাকা যোগাড় করা সম্ভব ছিল না। বিষয়টি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সেই অর্থ দিয়ে চিকিৎসা শুরুর আগেই এ জগতের মায়া ত্যাগ করে চলে যায় শিশুটি।

অন্যদিকে ছাতনার জমাদার পাড়া, বড় কালি মেলার বাসিন্দা মাম্পি রজকের বছর সাতেকের মেয়ে পরিমিতা দাস ওরফে পরী কিডনির রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন কিডনির অস্ত্রোপচার করতে হবে। আর তার জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা। কিন্তু এখানেও দিন আনা দিন খাওয়া পরিবার, এত বড় অঙ্কের টাকা জোগার সম্ভব নয় পরিবারের পক্ষে। এদিকে এই খবর পৌছয় সন্তান হারানো রাজেশের কাছে। সন্তান হারানোর শোক সামলে তিনি পরীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং নিজের সন্তানের জন্য সংগৃহীত অর্থ ছাতনার বাড়িতে গিয়ে পরীর মায়ের হাতে তুলে দেন ।

স্বাভাবিক ভাবেই অযাচিত এই সাহায্য পেয়ে খুশি পরীর মা মাম্পি রজক। এবার তিনি মেয়ের চিকিৎসা করিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা। অন্যদিকে রাজেশ জানিয়েছেন সন্তান হারানোর শোক কতটা কষ্টদায়ক তিনি জানেন। সেই কষ্ট যেন কোন মা বা অভিভাবককে পেতে না হয়, সেই আশা নিয়েই এই সাহায্য়ের সিদ্ধান্ত তাঁর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments