eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার জঙ্গলমহলে কঠিন বর্জ্য ব্যবস্থাপন নিয়ে বিশেষ সভা

বাঁকুড়ার জঙ্গলমহলে কঠিন বর্জ্য ব্যবস্থাপন নিয়ে বিশেষ সভা

সৌমী মন্ডল, রাইপুর, বাঁকুড়া:- পরিবেশ দূষণের অন্যতম বিপজ্জনক উপাদান হলো কঠিন বর্জ্য পদার্থ। কঠিন বর্জ্য ব্যবস্থাপন কর্মসূচিকে দৃঢ় করতে রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ধানাড়া গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় পঞ্চায়েতের মিটিং হলে এলাকার স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েতের কর্মী, সমস্ত আশা কর্মী , অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েত সদস্য সদস্যা, প্রধান, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সহ এলাকার বিশিষ্ট মানুষজনদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী কঠিন বর্জ্য ব্যবস্থাপন বিষয়টি সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন এলাকাকে দূষণমুক্ত করতে এই ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। কঠিন আবর্জনাগুলি থেকে বৈজ্ঞানিক উপায়ে কম্পোস্ট সার তৈরি করে চাষের কাজে ব্যবহার করা যাবে। তাই সেগুলি যত্রতত্র না ফেলে এক জায়গায় রেখে তার সদ্ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যবহার নিয়ে সকলকে সচেতন করেন।

রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ন দে বলেন, রাইপুর বাজার সহ সংশ্লিষ্ট এলাকার পচনশীল ও অপচনশীল দ্রব্যগুলি সংগ্রহ করে রাইপুর ব্লকের মণিপুরের কাছে একটি বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প গড়ে উঠেছে। প্রতিটি বাড়িতে দুটি করে প্লাস্টিকের বালতি দেওয়া রয়েছে যেখানে পচনশীল ও অপচনশীল দ্রব্যগুলি তারা পৃথকভাবে জমা করবে। তিনি আরও বলেন, শীঘ্রই সারা ব্লক জুড়ে দশটি গ্রাম পঞ্চায়েতে আমরা এই ব্যবস্থা চালু করতে চলেছি। তার জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য এলাকাকে জঞ্জাল মুক্ত করা এবং পশ্চিমবঙ্গ সরকারের কঠিন বর্জ্য ব্যবস্থাপন কর্মসূচিকে দৃঢ় করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments