সংবাদদাতা,দুর্গাপুরঃ– ঋষভ অহিংসা ভারত এবং ভগবান মহাবীর প্রতিবন্ধী সহায়তা কমিটি অহিংসা সংস্থার পক্ষ থেকে সমাজকল্যাণের জন্য বাঁকুড়ার লক্ষ্মণপুর এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। যেখানে দুঃস্থদের সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয় দুঃস্থ স্বধর্মী বোনদের স্বাবলম্বী করার জন্য এদিন ৩২টি সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ১০,০০০ টাকার চেকও দেওয়া হয়। এছাড়া ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা হিসেবে ১০০০ টাকার চেক প্রদান করা হয়। এমনকি প্রতি মাসে উক্ত সহায়তার প্রদান করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ঋষভ অহিংসা ভারতের প্রতিষ্ঠাতা মিঃ চোপড়া এদিন বলেন, স্ব-অধিকার ও সত্যের পথ অনুসরণ করে, ছোট-বড় নানা সামাজিক কল্যাণমূলক কাজ করে চলেছেন তাঁরা। যার মধ্যে অন্যতম প্রতি বছর আট হাজারেরও বেশি শিক্ষার্থীকে ছাত্র বৃত্তি প্রদান, প্রায় ৬০ জন দুস্থ মহিলাকে কম সুদে ঋণ প্রদান, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, প্রতি বছর এক হাজারেরও বেশি ফলের গাছ রোপণ করা ইত্যাদি। এছাড়াও প্রতি বছর কম্পিউটার প্রশিক্ষণ ও শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। শীঘ্রই, পুরুলিয়া এবং বীরভূমিতে সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদানের একটি কর্মসূচি আয়োজন করা হবে বলেও এদিন জানান তিনি।




