সংবাদদাতা,বাঁকুড়াঃ- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দেশের শীর্ষ আদালতের রায়ে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যার প্রভাব পড়েছে স্কুলগুলিতে। রাজ্যের সরকারি স্কুলগুলি শিক্ষক শিক্ষিকা হারিয়ে সংকটে পড়েছে। তার মধ্যে অন্য়তম বাঁকুড়ার বিষ্ণুপুর পরিমলদেবী বালিকা উচ্চ বিদ্যালয়। শীর্ষ আদালতের রায় ঘোষণার পর এই স্কুলের টিচার ইনচার্জ সহ ৬ শিক্ষিকা চাকরি হারিয়েছেন। ফলে টালমাটাল অবস্থা স্কুলের।
একসঙ্গে ৬ জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুলের পরিচালন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি জানান, “এই পরিস্থিতি অভূতপূর্ব। শিক্ষার ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হল, তা পূরণ করা সহজ হবে না। মুখ্যমন্ত্রী বিষয়টি সমাধানের চেষ্টা করছেন, তবে এখনও কোনো সরকারি নির্দেশিকা আসেনি। দ্রুত নতুন শিক্ষক নিয়োগ না হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে।”
অন্যদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের বিষ্ণুপুর সংগঠনিক জেলা সভাপতি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। এখন তার ভুলের খেসারত দিতে হচ্ছে শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের। শিক্ষাব্যবস্থা নিয়ে এই ধরনের অনিশ্চয়তা মেনে নেওয়া যায় না।”
এই পরিস্থিতিতে স্কুলের পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যার জেরে রীতিমতো উদ্বেগে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।





