সংবাদদাতা,বাঁকুড়াঃ– সোমবার সকালে বাঁকুড়ার তালডাংরায় রাজ্য সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাইক ও লরির সংঘর্ষে মৃত্যু হল এক যুবক বাইক আরোহীর। মৃত যুবকের নাম সৌম্যদীপ কুন্ডু(২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবক রাইপুরের বাসিন্দা। তিনি এক বেসরকারী ব্যাংকের কর্মী ছিলেন। এদিন সকালে বাইক নিয়ে বাঁকুড়া অভিমুখে যাচ্ছিলেন সৌম্যদীপ। পথে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের তালডাংরার চাঁইপুর যাত্রী প্রতীক্ষালয়ের সামনে সিমলাপালের দিকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সৌম্যদীপের বাইকের। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি এবং গুরুতর আহত হন সৌম্যদীপ। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তালডাংরা থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনের সহায়তায় গুরুতর আহত সৌমদ্বীপকে উদ্ধার করে তালডাংরা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘাতক লরি সহ চালককে আটক করে পুলিশ।





