eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক নারী দিবসে বাঁকুড়ায় প্রতিষ্ঠা করা হলো সারদা মায়ের মূর্তি

আন্তর্জাতিক নারী দিবসে বাঁকুড়ায় প্রতিষ্ঠা করা হলো সারদা মায়ের মূর্তি

সৌমি মন্ডল, রাইপুর, বাঁকুড়া:– এমনিতে আর পাঁচজন সাধারণ নারীর সঙ্গে কোনো পার্থক্য নাই। কিন্তু নিজের কর্মগুণে একদিন তিনিই হয়ে উঠলেন সবার ‘মা’ শ্রী শ্রী মা সারদা দেবী, এক মহিয়সী নারী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সবার মায়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হলো বাঁকুড়ার জঙ্গল মহলের গড় রাইপুর হাই স্কুলের প্রধান গেটের ভিতরে। উদ্যোক্তা রাইপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের অমৃত জয়ন্তী উৎসব কমিটি।

মূর্তির আবরণ উন্মোচন করেন সারেঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দ জি মহারাজ। তারপর তিনি মাতৃপূজা করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বন্দনা জানা। তার কৃতিত্বের জন্য ও ‘দিদি নাম্বার ওয়ান’-এ শিরোপা পাওয়ার জন্য রাইপুরের নৃত্য শিক্ষিকা মুনমুন দাসকে সংবর্ধনা জানানো হয়। মূর্তি প্রতিষ্ঠা সহ সমস্ত অনুষ্ঠানটি আয়োজনে ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বিশিষ্ট শিক্ষিকা তথা যোগ শিক্ষিকা শ্যামলী বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর ব্লক মহাবিদ্যালয়ের অধ্যাপক আনন্দময় ভট্টাচার্য, ডা. শ্যামল কুমার দে, এলাকার বিশিষ্ট সমাজসেবী তারাপদ মহাপাত্র, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম বিশ্বাস, এ্যাডভোকেট সমীর অধিকারী, গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, সেখ মোহাম্মদ ইউনুস, রত্নদীপ লাহা, দেবাশীষ মন্ডল, রাইপুর গ্রাম পঞ্চায়েত সদস্য নিতু বিশ্বাস, জঙ্গলমহলের বিশিষ্ট লেখক তন্ময় কুম্ভকার, বুদ্ধদেব মিশ্র, কবি প্রবীর দাস, কবি পূর্ণেন্দু মহাপাত্র, যোগাযোগ পত্রিকার সমস্ত সদস্য সদস্যাবৃন্দ সহ এলাকার বিশিষ্ট মানুষজন ও মাতৃবৃন্দ।

পরে বক্তব্য রাখতে গিয়ে মহারাজজী মায়ের জীবনী উপস্থিত মানুষজনের কাছে তুলে ধরেন এবং মায়ের কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments