সংবাদদাতা,বাঁকুড়াঃ- পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ। ধৃত যুবকের নাম নূর ইসলাম মল্লিক।
জানা গেছে গত সোমবার সন্ধ্যায় তালডাংরা থানা এলাকার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির কাছেই বাজারে চকোলেট, বিস্কুট কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে আচমকাই ওই ছাত্রীর পথ আটকায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক। অভিযোগ নাবালিকাকে অন্ধকার একটি গলিতে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে যুবক। কোনোক্রমে অভিযুক্ত যুবকের হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হয় ওই হয় ছাত্রী। বাড়ি ফিরে পরিবারের সকলের কাছে ঘটনার কথা জানায় সে। পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই যুবক।
এরপর বুধবার ফের ওই যুবককে নিগৃহীতার স্কুলের সামনে ঘোরাফেরা করতে দেখে তাকে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আটক করে এলং তালডাংরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ।





