সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল নাট্য উৎসব। ২৭ ও ২৮ ডিসেম্বর বাঁকুড়া রবীন্দ্রভবনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। এবছর ছিল নাট্য় উৎসবের পঞ্চম বর্ষ।
২৭তারিখ শনিবার উৎসবের প্রথম দিনে নাট্যপ্রেমীদের সামনে মঞ্চস্থ হয় দুটি উল্লেখযোগ্য নাটক। প্রথমে দমদম শব্দমুগ্ধ নাট্য কেন্দ্রের প্রযোজনায় পরিবেশিত হয় নাটক ‘বেলবাবু’। এরপর চুঁচুড়ার যৌথিক নাট্য গোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হয় নাটক ‘হেমন্ত অরণ্যে সেই পোস্টম্যান’। দুটি নাটকই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে রবিবার উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় বাঁকুড়া প্রকল্পনার নিজস্ব প্রযোজনা নাটক ‘অভাব’ এবং পূর্ব বর্ধমানের পথিকৃৎ নাট্য সংস্থার প্রযোজনায় ‘পোস্ত’। এই দুটি নাটকও দর্শকদের মন জয় করে নেয়।
নাট্যচর্চা ও সংস্কৃতির প্রসারে এই ধরনের উদ্যোগ বাঁকুড়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন নাট্যপ্রেমীরা।
















