সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিজয়া সম্মেলনী মঞ্চে গোষ্ঠীদ্বন্দ্বের স্বীকারোক্তি তৃণমূল নেতার! কটাক্ষ বিজেপির। ঘটনা বাঁকুড়ার শালতোড়া বিধানসভার গঙ্গাজলঘাটির ২ নম্বর ব্লকের।
প্রসঙ্গত সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল বিজয়া সম্মেলনী। আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রকাশ্যে সর্ষের মধ্যে ভূত আছে বলে দাবি করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। তাঁকে বলতে শোনা যায়, “সর্ষের মধ্যে ভূত আছে, আমরাও জানি। না হলে দলটা শালতোড়ায় হেরে যাবে কেন ?তৃণমূলের মিছিলে আসছেন, অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে। আপনাদের লজ্জা থাকা দরকার। রাজনৈতিক নেতাদের তেল মারবো আর পার্টিটাকে হারাবো এটা হতে দেব না।”
তৃণমূল নেতার প্রকাশ্যে এই বক্তব্য ঘিরে গঙ্গাজলঘাটি ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতার চিত্র ফের স্পষ্ট হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি “তৃণমূলের দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক বা না থাকুক, শালতোড়া বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি, আগামী দিনেও হবে।”





