eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন

বাঁকুড়ায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন

সংবাদদাতা,বাঁকুড়াঃ– প্রকাশ্যে গুলি করে খুন বাঁকুড়ায় তৃণমূলের বুথ আহ্বায়ককে। মৃত তৃণমূল নেতার নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তাকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সায়ন খাঁর। ঘটনাটি ঘটে সোমবার রাতে। পরে সোনামুখি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

জানা গেছে সোমবার রাত ৯টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে করে একা চকাই গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন সায়ন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। সায়নের পিঠে ও মাথায় গুলি লাগে ও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপ পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়-সহ অন‍্য তৃণমূল নেতারা। সুব্রত দত্তের দাবি ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভায় হার নিশ্চিত জেনে বিজেপি, সিপিএমকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই খুনের ঘটনা ঘটিয়েছে।

যদিও বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন, ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা।

ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments