সৌমি মন্ডল, রাইপুর, বাঁকুড়া:-: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পকে সফল করে তোলার জন্য সারা বছর ধরে সক্রিয় আছে পুলিশ প্রশাসন। হঠাৎ পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ প্রশাসন লক্ষ্য করে দেখতে পায় ট্রাক্টর চালকদের একাংশের বৈধ কাগজপত্র নেই। এমনকি তারা বেপরোয়া গতিতে ট্রাক্টর চালাচ্ছে। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বাঁকুড়ার রাইপুর থানার পক্ষ থেকে সম্প্রতি এলাকার ট্রাক্টর মালিকদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করে। থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বার্তা দেওয়া হয়। বলা হয় প্রত্যেক ট্রাক্টর চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়িগুলির বৈধ কাগজপত্র গাড়ির সঙ্গে থাকতে হবে, মদ্যপান করে ও কানে হেডফোন নিয়ে গাড়ি চালানো যাবেনা। তাছাড়া মোটরবাইক আরোহীদের হেলমেট ছাড়া বাইক না চালানোর উপর জোর দেওয়া হয়েছে।
থানা প্রাঙ্গনে আয়োজিত এই সচেতনতা শিবিরে প্রায় দুই শতাধিক গাড়ির মালিক উপস্থিত ছিলেন।
রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক বলেন, এটি রুটিন শিবির। থানার পক্ষ থেকে প্রতি ১৫ দিন অন্তর থানা এলাকার বিভিন্ন প্রান্তে এ নিয়ে সচেতনতার মিছিল বের করা হয়। কিন্তু এবার প্রথম ট্রাক্টর মালিকদের সচেতন করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ট্রাক্টরের মালিকদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। অন্যদিকে গাড়ির মালিকদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে প্রতিটি ব্লক অফিসে অথবা থানায় ড্রাইভিং লাইসেন্সের শিবিরের আয়োজন করার জন্য অনুরোধ করা হয়।





