সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাত নয় দিনের আলোতেই সরকারি জায়গা থেকে গাছ কেটে পাচারের চেষ্টা। গ্রামবাসীদের তৎপরতায় ব্য়ার্থ প্রচেষ্টা। ঘটনা বাঁকুড়ার রাইপুরের ঢেকো অঞ্চলের।
জানা গেছে বাঁকুড়ার রাইপুরের ঢেকো অঞ্চলের বকসী হাই স্কুলের মাঠ সংলগ্ন এলাকায় ২০১৬ সালে পঞ্চায়েতের তরফে জব কার্ডের মাধ্যমে ১০০ দিনের কাজে বহু গাছ লাগানো হয়েছিল। যা বর্তমানে সোনাঝুরির জঙ্গলে পরিণত হয়েছে। শনিবার দুপুরে পচামী গ্রামের কয়েকজন যুবক দেখতে পান যে কেউ বা কারা জঙ্গলের সোনাঝুরির গাছ কাটছে। তারা গ্রামে গিয়ে বিষয়টি জানায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় রাইপুর থানা ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বক্সী আউট পোস্ট ফাঁড়ির পুলিশ। অন্যদিকে পুলিশ আসার খবর পেয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনাটি নিয়ে রাইপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ণ দে জানান, তিনি গ্রামবাসীদের থেকে অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন কিছু দিন আগেই এই রকম ভাবে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছিল। তবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তা বন্ধ হয়। ফের গাছ পাচারের চেষ্টা সামনে এল। এলাকাবাসীর মতে অসাধু কারবারিদের একটি চক্র সক্রিয় রয়েছে এলাকায়, যারা বার বার এধরণের দুষ্কৃতকর্মে প্রবৃত্ত হচ্ছে। এলাকায় প্রশাসনির নজদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।


















