সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিজেপি সমর্থক এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী পুষ্করিনি গ্রামে। গৃহবধূর স্বামী বিজেপি সমর্থক এবং তাঁর কাকা স্থানীয় বিজেপি বুথ সভাপতি। অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মী তাপস বাগদীর নাম উঠে এসেছে।
অভিযোগ গত ১৩ অক্টোবর সন্ধ্যে নাগাদ বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে পড়ে তৃণমূল কর্মী তাপস বাগদী এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়।
ওই গৃহবধূ জানান তিনি বিকেলে ছেলেকে পড়াচ্ছিলেন। পড়া শেষ হলে ছেলে পাশের বাড়িতে যায়। বাড়িতে সেই সময় কেউ ছিল না। দরজা খোলাই ছিল। সেই সময় হঠাৎ করে তাপস বাগদী ঘরে ঢুকে পড়ে ও তাকে পিছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এমনকি পরদিন কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের হলে তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকিও দিয়ে যান বলে অভিযোগ।
গৃহবধূর পরিবারের অভিযোগ, অভিযুক্ত তৃণমূলের কর্মী। তাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশে অভিযোগ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে।