eaibanglai
Homeএই বাংলায়বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে সচেতনতা অভিযান

বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে সচেতনতা অভিযান

সংবাদদাতা,বাঁকুড়াঃ- অবৈধ বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে WINGS-এর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বন দপ্তর (বাঁকুড়া দক্ষিণ ডিভিশন) ও Birdwatchers’ Society-এর যৌথ সহযোগিতায় একটি সচেতনতা অভিযান অনুষ্ঠিত হল।

“Say No To Illegal Wildlife Trade” শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতা র‍্যালি আয়োজিত হয়। র‍্যালিটি খাতড়া ফরেস্ট অফিস থেকে শুরু হয়ে পাম্প মোড় হয়ে মুকুটমনিপুর পর্যন্ত অগ্রসর হয়। র‍্যালির পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক কার্যক্রম গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল সচেতনতা বিষয়ক পোস্টার লাগানো, তথ্যপূর্ণ লিফলেট বিতরণ এবং মাইকের মাধ্যমে জনসাধারণকে বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে অবহিত করা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বন্যপ্রাণ পাচার আমাদের জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি। এই ধরনের পাচার রোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। সেই লক্ষ্যেই এই অভিযান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন দপ্তরের বিশিষ্ট আধিকারিকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন আধিকারিক (ADFO) অসিত কুমার দাস এবং ফরেস্ট রেঞ্জার সুমন্ত গোস্বামী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments