eaibanglai
Homeএই বাংলায়ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে স্বনির্ভরতা পথে ওন্দার মহিলারা

ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে স্বনির্ভরতা পথে ওন্দার মহিলারা

সংবাদদাতা, বাঁকুড়া:– বর্তমান সময়ে পুরুষ মহিলা নির্বিশেষে উভয়কেই স্বনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন। একটি সুস্থ স্বাধীন জীবন যাপনের ক্ষেত্রে আর্থিক স্বাধীনতা বিশেষ করে প্রয়োজন বলে উপলব্ধি করছেন বর্তমান সময়ের মহিলারাও। তার উপর বর্তমানে যেভাবে দিন দিন দ্রব্যমূল্য বাড়ছে এবং মুদ্রাস্ফীতি ঘটছে, তাতে একটি সাধারণ পরিবারে দু’জন উপার্জন না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। সেই কথা মাথায় রেখেই স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ক্যাটারিং সার্ভিসকে বেছে নিয়েছেন বাঁকুড়ার ওন্দা ব্লকের একদল গৃহবধূ। এই গৃহবধূদের “ওন্দা যুব সমাজ ক্যাটারিং” ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলার আসানসোল দুর্গাপুর থেকেও আসছে কাজের সুযোগ। বছর দুয়েক আগে শুরু হওয়া এই ক্যাটারিং সার্ভিসের দলে আপাতত ১২ জন রয়েছেন। তবে আগামী দিনে সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি ক্যাটারিং সার্ভিসের এই ব্যবসাকে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় পরিণত করতে চাইছেন মহিলারা। যেখানে যে কোনো সামাজিক অনুষ্ঠানের সমস্তরকম পরিষেবা দেওয়া হবে। রান্না-বান্না, পরিবেশন, ডেকরেশন, মেক-আপ, অর্থাৎ যে কোনো অনুষ্ঠান বাড়ির হীরা থেকে জিরার প্রয়োজনের সমস্তটাই সামলাবেন এই গৃহবধূর দল। যেহেতু বাড়িতেও হোম ম্যানেজমেন্টের দাতিত্ব তাঁরাই সামলান তাই এই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বও তাঁরা সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন বলেই আশা দলের সদস্যদের।

বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের এই মহিলারা ব্যবসায়িক চিন্তাধারা এবং নতুন কিছু করার অনুপ্রেরণা তৈরি করছেন এলাকার মহিলাদের মধ্যে। তাঁদের দেখে আগ্রহী হচ্ছেন ঘরের গৃহবধুরাও। আর এভাবেই ছড়িয়ে পড়ছে মহিলাদের স্বনির্ভর হওয়ার বার্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments