eaibanglai
Homeএই বাংলায়নেপালে চলতে থাকা অরাজকতার মধ্যেই দেশে ফিরল পরিযায়ী শ্রমিকদের একটি দল

নেপালে চলতে থাকা অরাজকতার মধ্যেই দেশে ফিরল পরিযায়ী শ্রমিকদের একটি দল

সংবাদদাতা,বাঁকুড়াঃ- নেপালে চলতে থাকা অরাজকতার মধ্যেই দেশে ফিরল বাঁকুড়ার পরিযায়ী শ্রমিকদের একটি দল। এই শ্রমিকরা বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মলিয়ান গ্রামের বাসিন্দা।

বাঁকুড়ার বিখ্যাত কাঁসা বাসন শিল্প। বর্তমানে এই শিল্প প্রায় বন্ধের মুখে। তাই কাঁসা বাসন শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরা কাজের অভাবে বাইরে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে। তাদের অনেকেই নেপালের বীরগঞ্জ, কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় কাজ করেন। এদিকে গত কয়েকদিন ধরে ভারতের এই পড়শি দেশে জ্বলছে বিদ্রোদের আগুন। চলছে প্রতিবাদ, বিক্ষোভ, আগ্নিসংযোগের মতো ঘটনা। দেশজুড়ে চলছে কার্ফু। দেশের দায়িত্বভার তুলে নিয়েছে সে দেশের সেনা। এই পরিস্থিতিতে সেদেশে অবস্থানকারী ভারতীয়রা বিপদে পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাঁকুড়া জেলার হীড়বাঁধ ব্লকের মলিয়ান, সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর সহ বিভিন্ন এলাকার কয়েকশো পরিযায়ী শ্রমিক।

এরই মধ্যে ভারতীয়দের দেশে ফেরার জন্য দৈনিক কয়েক ঘন্টা কার্ফু শিথিল হতেই বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মলিয়ান গ্রামের ৯ পরিযায়ী শ্রমিক দেশের ফেরার জন্য বেরিয়ে পড়েন এবং কখনও পায়ে হেঁটে কখনও বাড়তি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে পৌঁছন নেপাল বিহার সীমান্ত রক্সৌলে। সেখান থেকে ট্রেনে করে তারা দেশের উদ্দেশ্যে রওনা দেন এবং শুক্রবার বাঁকুড়ায় নিজেদের গ্রামে পৌঁছন।

এদিকে গত কয়েকদিন ধরা চলা নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যে শ্রমিকরা বাড়ি ফিরে আসায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাদের পরিবার পরিজনেরাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments