eaibanglai
Homeএই বাংলায়উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ মেয়ের

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ মেয়ের

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করল বাঁকুড়ার মেয়ে অস্মিতা পাল। বাবা দেবপ্রসাদ পাল ছাত্র জীবনে মেধাবী ছাত্র হিসেবই পরিচিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নেওয়ার ইচ্ছে থাকলেও সেই ইচ্ছে পূরণ হয়নি তার। অবশেষে মেয়ের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হল দেবপ্রসাদের। তার মেয়ে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী অস্মিতা পাল এবারের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর নম্বর ৪৯০।

সবচেয়ে চমকৃত বিষয় হল এক সময়ের কলা বিভাগের ছাত্র দেবপ্রসাদ যে যে বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন মেয়ে অস্মিতাও ঠিক সেই বিষয়গুলিই বেছে নিয়েছিলেন উচ্চমাধ্যমিকে। তার তাতেই এসেছে সাফল্য। দেবপ্রসাদ জানান তার ইচ্ছে ছিল মেয়ে বিজ্ঞান বিষয় নিয়ে পড়শুনা করুক। কিন্তু কলা বিষয়ে মেয়ের আগ্রহ দেখে তাকে আর বাধা দেননি, বরং তিনি যে বিষয়গুলি নিয়ে এক সময় পড়শুনা করেছিলেন সেগুলিই মেয়েকে নেওয়ার পরামর্শ দেন যাতে পড়াশুনায় মেয়েকে পুরোপুরি সহযোগীতা করতে পারেন। অন্যদিকে অস্মিতা জানায় ক্লাস ওয়ান থেকে বাবা তাকে পাড়াচ্ছেন। উচ্চমাধ্যমিকেও তার ব্যতিক্রম হয়নি। স্কুলের শিক্ষক ও টিউশিন শিক্ষকদের পাশাপাশি বাবাও তাকে পড়াশুনায় রীতিমতো সহযোগীতা করেছেন।

আগামী দিনে কলা বিষয় নিয়ে পড়শুনা করেই সিভিল সার্ভিসে যেতে চায় অস্মিতা। সরকারি আমলা হয়েই দেশের মানুষের সেবা করতে চায় সে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments