সংবাদদাতা, আসানসোলঃ– আসানসোলের বারাবনি থানার পুলিশের প্রচেষ্টায় প্রায় আড়াই বছর পর বাড়ি ফিরল ভিন রাজ্যের মানসিক ভারসাম্যহীন মহিলা। প্রসঙ্গত ২০২০ সালের ডিসেম্বরে বারাবনি এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করেছিল বারাবনি থানার পুলিশ। তখন থানার দায়িত্বে ছিলেন পুলিশ আধিকারিক অরিন্দম মন্ডল। ওই মহিলাকে উদ্ধার করে পরের দিন আসানসোল জেলা আদালতে তোলা হলে তাকে আসানসোল সরস্বতী হোমে রেখে চিকিৎসার নির্দেশ দেয় আদালত। সেইমতো হোমে রেখেই চিকিৎসা চলছিল ওই অজ্ঞাত পরিচয় মহিলার। দীর্ঘ প্রায় আড়াই বছরের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন মহিলা এবং গত দুদিন আগে স্মৃতি ফিরে পেয়ে নিজের নাম পরিচিয় জানান তিনি। মহিলা জানান তার নাম আলেখা দেবী চৌধুরী ,বাড়ি মুঙ্গের জেলার ধরোরা থানার অন্তর্গত কসবা গ্রামে। এরপরই বারাবনি থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডলের প্রচেষ্টায় পুলিশের একটি দল মহিলার বাড়িতে গিয়ে খবর দেয়। এরপরই বুধবার মহিলার স্বামী বারাবনি থানা থেকে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বভাবতই খুশি মহিলার স্বামী সহ পরিবারের লোকজন।