সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত শুক্রবার থেকে বারাবনিতে শুরু হলো স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় ক্রিকেট টুর্নামেন্ট। এবার এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৬টি টিম। টুর্নামেন্টটি চলবে পাঁচদিন ধরে। যাদের মধ্যে বেশ কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের দল রয়েছে।
এদিন বারাবনির বেলডাঙ্গা খামড়া আটপাড়া ফুটবল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফিতে কেটে সূচনা করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি সুফল মাঝি সহ অন্যান্যরা।
এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় জনগণ থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আগত দর্শকরাও এই টুর্নামেন্ট উপভোগ করতে ভিড় জমাচ্ছেন।