সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– পর পর অভিযান চালিয়ে ওভারলোডেড বালি গাড়ি ধরল বারাবনি থানার পুলিশ। আটক গাড়ি গুলি থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে বিএলআরও দপ্তরের তরফে জানানো হয়েছে।
জানা গেছে, সোমবার গভীর রাতে টহল দেওয়ার সময় তোতারাম মোড় এলাকায় চুরুলিয়ার দিক থেকে আসা দুটি বারো চাকার বালি বোঝাই ডাম্পারকে আটক করে বারাবনি থানার পুলিশ এবং ডাম্পার চালকদের কাছ থেকে বালির বৈধ কাগজপত্র দেখতে চায়। এরপরই বিএলআরও দপ্তরে খবর দেওয়া হয়। দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছন এবং বালির মাপ করে দেখেন চালানে যে মাপ দেওয়া হয়েছে, তার থেকে অনেক বেশি বালি ডাম্পার দুটি পরিবহণ করছে। এরপরই ডাম্পার পিছু ৫০ হাজার টাকা করে ফাইন করা হয়।
অন্যদিকে মঙ্গলবার ভোররাতে বারাবনি থানার পুলিশ টহল দেওয়ার সময় আবারও একটি ১২ চাকার ডাম্পার আটক করে। তাতে চালানের চেয়ে বেশি বালি ছিলো। বৈধ কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ওজন খুব বেশি থাকায় বারাবনি বিএলআরওর হাতে ডাম্পারটি তুলে দেওয়া হয়। এই ডাম্পার থেকেও ওভারলোডের কারণে ৫০ হাজার টাকা ফাইন করা হয়।
এই প্রসঙ্গে বারাবনি বিএলআরও গোলক সাহা বলেন, “তিনটি গাড়িতে ওভারলোড বালি ছিলো। তাই সরকারি নিয়ম মতো তিনটি গাড়ি থেকেই ৫০ হাজার টাকা করে ফাইন নেওয়া হয়েছে।”





