সংবাদদাতা,আসানসোলঃ– ব্যাঙ শিকার করতে গিয়ে বৃদ্ধাকে কামড় সাপের। আর তাতেই মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম ময়না মাজি, বয়স ৭০ বছর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার অন্তর্গত পুঁচড়া গ্রামে।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মত শুক্রবার দুপুরে খাবার খেয়ে বারান্দায় শুয়েছিলেন ময়না মাজি। সেই সময় হঠাৎই একটি সাপ একটি ব্যাঙকে তাড়া করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে এবং ব্যাঙটিকে কামড় দিতে গিয়ে শুয়ে থাকা বৃদ্ধার পায়ে কামড়ে দেয়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে স্থানীয় কেলেজোড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্মরত চিকিৎসক জানান যে বৃদ্ধার শরীরে সাপে কামরানোর বিষ নেই। যদিও তাকে পর্যবেক্ষনে রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ধীরে ধীরে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, তাঁর মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। তখন তাকে আসানসোল জেলা হাসপাতাল স্থানান্তরিত করে দেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্য়ু হয়।
এরপর পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশীরা সকলে মিলে কেলেজোড়া হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বারাবনি থানার পুলিশ ও পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।