সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বৈধ চালান ছাড়াই ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা। আসানসোলের রুনাকুড়াঘাট সীমানা দিয়ে ওই আলু পাচারের চেষ্টা রুখে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। আলুর ট্রাকটিকে আটক করার পাশাপাশি চালককেও গ্রেফতার করে পুলিশ। ভিন জেলা থেকে ওই আলু পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে বারাবনি থানা এলাকার বালিয়াপুর রোডে নজরদারি চালানোর সময় আলু বোঝাই একটি ট্রাককে দাঁড় করিয়ে খোঁজ খবর নিতে গিয়ে পুলিশ জানতে পারে ট্রাকটিতে ৫০ কেজির ৫০০ টি আলুর বস্তা রয়েছে। কিন্তু চালক কোনো বৈধ চালান দেখাতে না পারায় ট্রাকটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় চালককে। ধৃত চালক পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই এলাকা থেকেই আলু নিয়ে আসা হচ্ছিল পাচারের জন্য। বুধবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।