সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে দুই দলের সংঘর্ষের ঘটনা রণক্ষেত্রে রূপ নিল আসানসোলের বরাকরের বেগুনিয়া বাজার সংলগ্ন এলাকা। চললো গুলি, ছোঁড়া হল পাথড়। সংঘর্ষের ঘটনা জখম হয়েছেন চার মহিলা সহ বেশ কয়েকজন। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, চলছে পুলিশি টহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার কুলটি থানার বেগুনিয়া বাজার সংলগ্ন চিরকুন্ডা সেতুর নীচে ডায়মন্ড গ্রাউন্ডে ক্রিকেট খেলছিলো এলাকার কিছু যুবক। খেলার সময় দুই দলের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়। পরে বরাকর ফাঁড়িতে দুই দলের বিরোধের মীমাংসা হয়। অভিযোগ সোমবার ফের রবিবারের সংঘর্ষের জের টেনে বেগুনিয়া বাজার শিব মন্দির রোডের পাড়ার যুবকদের সঙ্গে ডায়মন্ড গ্রাউন্ডের কাছে ওপর দলের সংঘাত বেধে যায়। একপক্ষ অন্য পক্ষের দিকে পাথর ছুঁড়তে থাকে। সেই পাথরে স্থানীয় বাসিন্দা ছোটি খাতুন, রেশমা খাতুন, সাজা খাতুন এবং বিলকিস খাতুন নামে চার মহিলা সহ বেশ কয়েকজন জখম হন। এরই মধ্যে এক ব্যক্তি শূন্যে গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। পরে পুলিশ এলাকা থেকে দুটি গুলির খোল উদ্ধার করে। ক্রমে রণক্ষেত্রে রূপ নেয় গোটা এলাকা। পরে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে একপক্ষের শতাধিক মানুষ বরাকর পুলিশ ফাঁড়ির কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়।
এই বিষয়ে, কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ কৃষ্ণন্দু দত্ত জানান ঘটনার তদন্ত করে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সোমবার সন্ধ্যে পর্যন্ত, এই ঘটনার বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং ঘটনায় কেউ গ্রেফতারও হয়নি।


















