অর্পিতা ঘোষ, কলকাতা -: পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা ডিজিটাল প্রতারণা। প্রতারকরাও প্রতিমুহূর্তে ছক বদল করেও পুলিশকে ফাঁকি দিতে পারছেনা। প্রতারকদের ফাঁদে সম্প্রতি এলাকার ছয় জন ভুক্তভোগীর বিপুল পরিমাণ অর্থ খোয়া যায়। তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বরানগর থানায় অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট থানার সাইবার শাখার তৎপরতায় খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা হয় যার পরিমাণ আঠারো লক্ষ একুশ হাজার দুইশো চৌত্রিশ টাকা এবং সেই অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।পাশাপাশি হারিয়ে যাওয়া ঊনত্রিশটি মোবাইল সেট উদ্ধার করে তাদের আসল মালিকদের হাতে সেগুলি তুলে দেওয়া হয়।
তখন সেখানে উপস্থিত ছিলেন এসিপি বরানগর সিদ্ধার্থ সিং ডাঙ্গী, আই.পি.এস এবং বরানগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতীশ চ্যাটার্জ্জী সহ অন্যান্য আধিকারিকরা। প্রতারণার শিকার হলে সময় নষ্ট না করে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার জন্য বরানগর থানার সাইবার শাখার ভারপ্রাপ্ত নোডাল অফিসার এসআই সমীরণ দাস সাধারণ মানুষের কাছে আবেদন করেন। তিনি বলেন, এরফলে প্রতারকদের ধরা কিছুটা হলেও সহজ হবে। তাছাড়া পুলিশ প্রশাসন সর্বদাই মানুষের পাশে আছে।


















