নিজস্ব সংবাদদাতা, বর্ধমান:- বিবাহ বিচ্ছেদের পর স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় মানসিকভাবে ভেঙে পড়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মৃতের নাম অমিত মণ্ডল(২৯)। জামালপুর থানার শ্রীকৃষ্ণপুরে তাঁর বাড়ি। বুধবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে ভাব–ভালোবাসা করে বিয়ে করেন অমিত। তাঁর একটি ছেলেও রয়েছে। মাস ছ’য়েক আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। ঘটনার দিন চারেক আগে সেই যুবতী দ্বিতীয় বিয়ে করেন। মৃতের দাদা সুদীপ মণ্ডল বলেন, ভাইয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর ভাইয়ের সঙ্গে যাঁর বিয়ে হয়েছিল তিনি দিন চারেক আগে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে ভাই মনমরা হয়ে পড়েছিল। তার জেরেই ভাই কীটনাশক খেয়েছে বলে মনে হচ্ছে।


















