সংবাদদাতা,আসানসোলঃ- বর্ধমান সান্মার্গ চিটফান্ড দুর্নীতি মামলায় হালিশহরের পুরপ্রশাসক রাজু সাহানির পর এবার গ্রেফতার দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিং। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আসানসোলের সিবিআইের বিশেষ আদালত তোলা হয়। সিবিআই-এর তরফে পাঁচদিনের হেফাজতে চাওয়া হলেও বিচারক তিন দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। জানা গেছে এদিন ব্যবসায়ী সঞ্জয় সিং-এর তরফে কোনও আইনজীবী দাঁড়ায়নি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দাবি, সঞ্জয় সিং হালিশহরের পুরপ্রশাসক রাজু সাহানির ঘনিষ্ঠ। তার কাছ থেকে প্রচুর নথি পাওয়া গেছে। তার মাধ্যমে অনেক আর্থিক লেনদেনও করা হয়েছে।
প্রসঙ্গত, বর্ধমান সান্মার্গ চিটফান্ড দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে। গত ২ সেপ্টেম্বর হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে গ্রেফতার করা হয়েছিল বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে। বর্তমানে তিনি জামিনে মুক্ত ।